বিভিন্ন অভিযোগে আটক ৫, ভিকটিম উদ্ধার
Published : Friday, 8 November, 2024 at 6:51 PM Count : 293
নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন অভিযোগে পাঁচ জনকে আটক এবং এক ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার আটককৃতদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান এবং সিরাজগঞ্জ জেলায় আত্রাই থানার চৌকস টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের এরশাদুল ইসলাম সুমন (৩৯), তাকে আত্রাই থানার ১০ অক্টোবরের ২ নং মামলায় আটক করা হয়। দারিয়াগাথী গ্রামের আবু সাঈদের (৪২) বিরুদ্ধে নারী ও শিশু আইনে মামলা রয়েছে। তাকে ভিকটিমসহ সিরাজগঞ্জ জেলা থেকে উদ্ধার করা হয়।
ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন- সদুপুর গ্রামের মিলন শেখ ওরফে দাউদ সিকদার (৪০), ভরতেতুলিয়া গ্রামের ঝন্টু হালদার এবং শলিয়া গ্রামের ছেলে আবু হেনা মোস্তফা কামাল ওরফে চান্দু।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বলেন, বিজ্ঞ আদালতের আদেশ পেয়ে ০৭ নভেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ও মামলাভুক্ত পাঁচ আসামিকে আটক করা হয়। সেই সাথে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
টিকে/এমএ