Friday | 6 December 2024 | Reg No- 06
হোম

তারেক রহমানকে মুক্ত রাজনীতি চর্চার সুযোগ দিতে হবে: মিনু

Published : Thursday, 7 November, 2024 at 9:43 PM Count : 82



বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী সাতদিনের মধ্যে দেশে ফিরিয়ে এনে তারেক রহমানকে মুক্ত রাজনীতি চর্চার সুযোগ দিতে হবে। অন্যথায় রাজপথে নেমে জীবন দিয়ে হলেও নেতাকে ফিরিয়ে আনবেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে বিপ্লব ও সংহতি দিবসে তিনি এসব কথা বলেন।
মিনু বলেন, ৭৫ সালে শহীদ জিয়া যেভাবে দেশকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তিনি বলেন, দেশের সংকট কাটিয়ে আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

এদিকে, দিবসটি উপলক্ষে সকালে মহানগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা, সদস্য সচিব মামুন অর রশিদসহ মহানগর বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও দিবসটি উপলক্ষে মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে মাইকযোগে শহীদ জিয়াউর রহমানের ভাষণ প্রচার করা হচ্ছে সকাল থেকেই।

এফএ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close