Friday | 6 December 2024 | Reg No- 06
হোম

সাতক্ষীরায় ছেলে ও বৌমার নির্যাতনে স্কুল শিক্ষক বাবার ভিডিও ভাইরাল

Published : Tuesday, 5 November, 2024 at 9:52 PM Count : 245

সাতক্ষীরা সদরের বাঁশতলা গ্রামে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অরবিন্দু মন্ডল (৮০) কে হাত-পা বেঁধে মারপিট করার অভিযোগ উঠেছে ছেলে বিশ্বনাথ মন্ডল ও বৌমা কবিতা মন্ডলের বিরুদ্ধে। 

সোমবার বেলা ১০টার দিকে এঘটনা ঘটে। বিষয়টি ইন্টারনেটে ভাইরাল হলে মঙ্গলবার সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আসার খবর শুনে নির্যাতনকারী ছেলে ও বৌমা পালিয়ে যায়। 

অরবিন্দু মন্ডল সদরের বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। তিনি ২০১০ সালে অবসরে যান।

নির্যাতনের স্বীকার অরবিন্দ মন্ডলের মেয়ে অঞ্জনা মন্ডল জানান, ‘‘আমার বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অরবিন্দু মন্ডলের প্রথমে গচ্ছিত ১ লাখ টাকা হারিয়ে যায়। পরে হারায় আরও ৫০ হাজার টাকা। যে টাকা আমার ভাইয়ের স্ত্রী কবিতা মন্ডল নিয়েছে বলে সন্দেহ রয়েছে। চুরি হওয়া টাকা স্থানীয় এক মেম্বরের কাছে সুদে খাটানোর অভিযোগ রয়েছে বৌমা কবিতার বিরুদ্ধে। চুরি যাওয়া টাকা শ্বশুর ফেরত চাইলে তারা স্বামী-স্ত্রী মিলে প্রায়ই বাবাকে নির্যাতন করত। সোমবার সকালে বাবার হাত-পা বেঁধে নির্যাতন চালায় ভাই ও তার স্ত্রী। বিষয়টি স্থানীয় এক যুবক ভিডিও করে ফেসবুকে ছাড়লে প্রশাসনের নজরে আসে। ’
স্থানীয় একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘ছেলের বউয়ের সঙ্গে পাশের একজনের অবৈধ সম্পর্ক রয়েছে। অরবিন্দু মন্ডল এর প্রতিবাদ করতেন। এছাড়া তার গচ্ছিত দেড় লাখ টাকা চুরি করে নিয়েছে পুত্রবধূ কবিতা। টাকা ফেরৎ চাইলে স্বামী-স্ত্রী দুজনে মিলে তাকে বেঁধে মারপিট করে। এর আগেও কারণে-অকারণে তারা শিক্ষক বাবাকে মারপিট করত।’’ 

তবে এতকিছুর পরও ছেলে ও তার বৌমার বিরুদ্ধে মামলা করতে চাননা অরবিন্দু মন্ডল।

তিনি বলেন, ‘‘আমার ছেলে অরবিন্দু মন্ডলের ২ সন্তান। তাদের মুখের দিকে তাকিয়ে আমি তাদের ক্ষমা করে দিয়েছি। আর তাছাড়া সন্তানের বিরুদ্ধে শিক্ষক পিতা মামলা করে কিভাবে?’’

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ‘‘সমাজের একটা বাস্তব ও নিষ্ঠুর চিত্র এটি। ভিডিওটা দেখার পর ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। বর্তমান ছেলে ও তার স্ত্রী পলাতক রয়েছে।’ কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান পুলিশ সুপার।

এমজেডআর/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close