ধর্মপাশায় আওয়ামী লীগ নেতা তৈয়মুর আহমেদ গ্রেপ্তার
Published : Tuesday, 5 November, 2024 at 8:46 PM Count : 209
সুনামগঞ্জের ধর্মপাশায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ তৈয়মুর আহমেদ (৪৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ধর্মপাশা বাজার থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে এসআই সাব্বির আহসান, এসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন। পুলিশের দাবি, সুনামগঞ্জ সদর মডেল থানার মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যা দ্রুত বিচার আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় উল্লেখিত।
ওসি মোহাম্মদ এনামুল হক জানান, আসামীকে নিয়ম মোতাবেক সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হবে এবং তাদের অভিযান অব্যাহত থাকবে।
একে/ এসআর