Friday | 6 December 2024 | Reg No- 06
হোম

যুবলীগ নেতা স্বপনের হাতে গুরুতর আহত সাবেক যুবদল নেতা নয়ন

Published : Monday, 4 November, 2024 at 5:25 PM Count : 882

ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে সাবেক যুবদল নেতা নয়নকে নাকে মুখে এলোপাথাড়ি কিল ও ঘুষি দিয়ে নাক পাটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা মাহবুল আলম স্বপনের বিরুদ্ধে।

গতকাল রোববার সকালে রাজধানীর খিলক্ষেত এলাকায় এই ঘটনা ঘটে।
 
জানা যায়, রোবিবার সকালে ৩০০ ফিট এর ডুমনীর মস্তুল বাজারের ফুটপাতে কাঁচামালের দোকানীকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল ডুমনী যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মাহবুল আলম স্বপন। এসময় ব্যবসায়ীকে গালাগালি না করার জন্য অনুরোধ করেন ডুমনি ৪৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ নয়ন। তাৎক্ষণিক নয়ন কিছু বুজে উঠার আগে মাহবুল আলম স্বপন নয়নের নাকে মুখে এলোপাথাড়ি কিল ও ঘুষি দিয়ে নাক পাটিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় নয়ন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন নয়নকে কুর্মিটোলা হসপিটালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে নয়নের নাকের ভিতরের একটি হাড় ভেঙ্গে গেছে বলে অভিযোগ করেছেন নয়ন।

স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, ডুমনি মস্তুল বাজারে থাকা একটি কাঁচামালের দোকান বসানো’কে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। একপর্যায়ে ডুমনি আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপন তুলে দিতে চাইলে বাঁধা দেয় যুবদলের সাবেক নেতা মোঃ নয়ন। এসময় স্বপন ও বিল্লাল নয়নের উপর সন্ত্রাসী  হামলা চালায়। যদিও স্থানীয় রাজনৈতিক গ্রুপিং এর কারনে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

এ বিষয়ে নয়ন বলেন, একজন গরিব মানুষের কাঁচামালের দোকান সরিয়ে দিতে চাচ্ছিলো স্বপন। আমি বাঁধা দেওয়ায় আমার উপর সন্ত্রাসী হামলা চালায়। আমাকে এলাকা ছাড়ারো হুমকি দেয়। এবং আমার ভাই ফিরোজের অফিস ভাংচুর করে বাড়ি করার জমানো ৩ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় স্বপন ও তার ক‍্যাডার বাহিনীর সদস্যরা।
তিনি আরো বলেন, স্বপনসহ যারা আমার উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে আমি তাদের বিচার চাই। এই বিষয়ে নয়ন খিলক্ষেত থানায় একটি অভিযোগ করেছেন।

তবে অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা মাহবুল আলম স্বপনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার মোবাইলে কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

এই বিষয়ে বিএনপি নেতা আক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি আমি শুনেছি তবে স্বপন এই ঘটনার সাথে জড়িত নয়। যদিও সিসি ক‍্যামেরা বলছে ভিন্ন কথা। তারপরও দুইজনকে বসিয়ে বিষয়টি সমাধান করে দিবেন বলেও তিনি আশ্বাস দেন।

এ বিষয়ে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) সাংবাদিকদের বলেন, ডুমনি তে মারামারির ঘটনায় একটা অভিযোগ হয়েছে। আমরা ঘটনার সুস্থ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close