মাছ ঘাট স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
Published : Monday, 4 November, 2024 at 1:58 PM Count : 234
লক্ষ্মীপুরের রামগতি বাজার মাছ ঘাট স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রামগতি মধ্য বাজারে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন চরগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চু, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক গরীব হোসেন রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌহিদ তারেক, স্থানীয় ব্যবসায়ী শিপন নাথ, এমদাদুল হক মিঠু, মাহবুবুর রহমান নয়ন, শেখ ফরিদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রায় ২০০ বছরের পুরাতন রামগতি মাছ ঘাট সম্প্রতি স্থানান্তরিত করে ব্রিজ ঘাট এলাকায় মৎস্য অবতরণ কেন্দ্রে কার্যক্রম শুরু করতে যাচ্ছে উপজেলা প্রশাসন। এই মাছ ঘাট স্থানান্তরিত হলে দুর্ভোগে পড়বে রামগতি বাজারের প্রায় কয়েক হাজার, ব্যবসায়ী, জেলে ও কয়েকশত আড়ৎদার।
-এমএ