বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
Published : Wednesday, 30 October, 2024 at 1:56 PM Count : 136
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান আশ্রয়ণ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আক্তার (৪) ওই গ্রামের প্রবাসী শ্রমিক জাকির হোসেনের মেয়ে।
নিহত ফাতেমার পরিবারের সদস্যরা জানান, ঘরের ভেতরে চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা ছিল। শিশুটি সবার অজান্তে সেখানে গিয়ে কোনো ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার মা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করেন। তখন আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দ্বীপ্ত কুন্ডু বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।
-আরএইচ/এমএ