কর্কট
(২১ জুন - ২০ জুলাই) দিনটি বৈদেশিক যোগাযোগে রহস্যজনক জটিলতা দেখা দেবে। পাড়া প্রতিবেশীর সাহায্য লাভের আশা। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় রহস্যজনক জটিলতা দেখা দেবে।
সিংহ
(২১ জুলাই-২১ অগাস্ট) আয়-রোজগারের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে। রহস্যজনক আয়-রোজগারের সুযোগ আসবে। ব্যবসায়ীক ওয়াদা রক্ষা করাটা কঠিন হয়ে পড়বে। শ্যালক-শ্যালিকার সাথে জটিলতা বৃদ্ধি।
কন্যা
(২২ অগাস্ট- ২২ সেপ্টেম্বর) কর্মক্ষেত্রে নানা রকম রহস্যজনক ঘটনা ঘটতে পারে। আয়-রোজগারের ক্ষেত্রে রহস্যজনক ঝামেলা। সিজেনাল অসুখে ভোগান্তির আশঙ্কা। আইনগত জটিলতার আশঙ্কা দেখা যাবে।
তুলা
(২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) পারিবারিক দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। আইনগত জটিলতার সমাধান আশা করা বৃথা। প্রবাসীদের দিনটি ঝামেলা পূর্ণ। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো রোজগার হবে।
বৃশ্চিক
(২২ অক্টোবর - ২০ নভেম্বর) দিনটি আয়-রোজগারে রহস্যজনক জটিলতার। ঠিকাদারী ব্যবসা-বাণিজ্যে বার বার বাধা বিপত্তি দেখা দেবে। গৃহস্থালী কাজে বড় ভাই-বোনের সাথে ঝামেলা বৃদ্ধি।
ধনু
(২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) কর্মক্ষেত্রে পদস্ত কর্মকর্তার সাথে জটিলতা দেখা দেবে। আপনার কোনো গোপন সংবাদ ফাঁস হওয়ার আশঙ্কা দেখা যায়।
মকর
(২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) রহস্যজনক ভাগ্য উন্নতির দিন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফল হতে পারবেন।জীবিকা পরিবর্তনের রহস্যজনক সুযোগ আসবে। উচ্চ শিক্ষায় জটিলতা।
কুম্ভ
(২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) ব্যাংক ঋণ বিষয়ে সতর্ক হতে হবে। পুরোনো দেনা পাওনা নিয়ে নানা রকম জটিলতা দেখা দিতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিষয়ে সাবধান। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।
মীন
(১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) দিনটি দাম্পত্য জটিলতা এড়িয়ে চলার। কারো সাথে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। সাংসারিক ক্ষেত্রে নিজের দোষ মেনে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভোগাতে পারে।
আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন।