For English Version
শুক্রবার ৮ নভেম্বর ২০২৪
হোম

কোন ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না: মৌলভীবাজার জেলা প্রশাসক

Published : Tuesday, 29 October, 2024 at 9:44 PM Count : 173

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজ এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ কনক সিংহা, কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সেলিম উদ্দিন, লেখক ও গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খাঁন, জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মাসুক মিয়া, উপজেলা বিএনপি সভাপতি গোলাম কিবরিয়া শফি, পৌর জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধিগণ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসন বিভিন্ন দপ্তর এর প্রধানদের উদ্দেশ্যে বলেন, ‘কোন ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না, দায়িত্ব পালনকে এবাদত ও সেবা মনে করে কাজ করতে হবে। জেলা প্রশাসক বক্তব্যের শুরুতে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন। এসময় জেলা প্রশাসক আরও বলেন, নদী, খাল-দখল, কোন শিক্ষা প্রতিষ্ঠান দখল অথবা সরকারি কোন সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার মান বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বিভাগকে অবগত করেন।

এসএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,