আমি এখন সিঙ্গেল, রিলাক্স: অর্জুন কাপুর
Published : Tuesday, 29 October, 2024 at 2:40 PM Count : 252
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কে ভাঙ্গন নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছিলো। অবশেষে জানা গেল সত্যিটা। মুখ খুলেছেন অর্জুন নিজেই।
অজয় দেবগন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর এবং পরিচালক রোহিত শেঠি ‘সিংহাম অ্যাগেইন’ ছবির প্রচারে মুম্বাইতে হাজির হয়েছিলেন রাজ ঠাকরের দেওয়ালি পার্টিতে। সেখানেই ব্যক্তিগত প্রসঙ্গে কথা বলেন অর্জুন। নিউজ ১৮সহ বিভিন্ন ভারতীয় গণমধ্যম খবরটি প্রচার করেছে।
এই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে অর্জুনকে বলতে দেখা গেছে, ‘আমি এখন সিঙ্গেল, রিলাক্স।’
তবে এ বিষয়ে বিস্তারিত বলেননি অভিনেতা। অর্জুনের মন্তব্য ভাইরাল হওয়ার পর মালাইকার প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
অর্জুন-মালাইকার সম্পর্কের বয়স প্রায় ছয়, ২০১৮ সালে মালাইকার ৪৫তম জন্মদিনে নিজের প্রেমের কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়েছিলেন মালাইকা ও অর্জুন।
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে ডেট শুরু করেন মালাইকা অরোরা। অসম এই সম্পর্ক নিয়ে বহু জল ঘোলা হলেও থামানো যায়নি তাদের প্রেমকাহিনীকে। তবে সাম্প্রতিক সময়ে প্রায়ই তাদের বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে। গুঞ্জন আছে, বয়সে বড় এক সন্তানের মাকে নিজের বউমা বানাতে রাজি নন অর্জুন কাপুরের বাবা বনি কাপুর।
-এমএ