For English Version
শুক্রবার ৮ নভেম্বর ২০২৪
হোম

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Published : Tuesday, 29 October, 2024 at 10:02 AM Count : 97

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে চট্টগ্রামে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এ ম্যাচে অভিষেক হয়েছে মাহিদুল ইসলামের। ম্যাচের আগে চোট পেয়েছেন জাকের আলী। তার জায়গায় মাঠে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এর আগে মিরপুরে প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী প্রোটিয়ারা। সিরিজ বাঁচাতে এ ম্যাচে তাই জিততেই হবে নাজমুল হোসেন শান্তর দলকে।

এমন ম্যাচে একাদশেও বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ। সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাঈম হাসান, লিটন দাস ও জাকের আলী। তাদের জায়গায় একাদশে রাখা হয়েছে নাহিদ রানা, মাহিদুল ইসলাম ও জাকির হাসান। এদের মধ্যে জ্বরের কারণে বাদ পড়েছেন লিটন।

অন্যদিকে, প্রোটিয়াদের স্কোয়াডেও এসেছে দুটি পরিবর্তন। সেনুরান মাথুসামি এবং ডেইন পিটারসন একাদশে এসেছেন ব্রিটজকে ও পিয়েডিটের জায়গায়।
একাদশ
বাংলাদেশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), জাকির হাসান, মাহিদুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ

দক্ষিণ আফ্রিকা: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, সেনুরান মাথুসামি, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, ডেইন পিটারসন, কাগিজো রাবাদা।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,