নিষেধাজ্ঞা অমান্য করায় ৪২ জেলের জেল-জরিমানা
Published : Monday, 28 October, 2024 at 3:13 PM Count : 162
মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার লালমোহন উপজেলায় নদীতে মাছ শিকারের দায়ে ৫২ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জেলেদের কাছ থেকে ৭০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার জাল ও আটটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
রোববার দিবাগত মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া এবং মেঘনা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের নেতৃত্বে পৃথক ভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
পরে আটককৃত জেলেদের পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) নয় জেলেকে পাঁচ দিন করে বিনাশ্রম করাদণ্ড এবং ৩৩ জেলেকে পাঁচ হাজার করে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ১০ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, জব্দকৃত ৭০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ এতিমখানায় বিতরণ করা হয়, আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় জাল। এছাড়া জব্দকৃত আটটি মাছ ধরার ট্রলার পরবর্তীতে নিলামের জন্য উপজেলা মৎস্য অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ উপজেলা মৎস্য অফিসের স্টাফ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
-এইচপি/এমএ