Friday | 6 December 2024 | Reg No- 06
হোম

পবিপ্রবি'র নতুন প্রো-ভিসি হেমায়েত জাহান, ট্রেজারার আবদুল লতিফ

Published : Monday, 28 October, 2024 at 1:13 PM Count : 105

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের এন্টোমোলজি বিভাগের প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে প্রো ভাইস-চ্যান্সেলর এবং জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর মো. আবদুল লতিফকে ট্রেজারার পদে চার বছর মেয়াদে নিয়োগ দেয়া হয়েছে। 

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর (১৩)১ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাদেরকে চার বছর মেয়াদে নিয়োগ দেয়া হয়।

নিয়োগের শর্তে বলা হয়, প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়াও বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিক ভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। 
প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান ২০১৩ সালে কোরিয়ার কেয়ংবুক ন্যাশনাল ইউনিভার্সিটির এন্টোমোলজি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি একাডেমিক জার্নাল অফ যুক্তরাষ্ট্রের সম্পাদকীয় বোর্ডের সদস্য, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনোভেটিভ রিসার্চের সম্পাদকীয় বোর্ডের সদস্য, জুওলজি সোসাইটি অফ বাংলাদেশের সদস্য, এন্টোমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের সদস্য। তিনি সাদা দলের, সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর মো. আবদুল লতিফ। তিনিও চার বছর মেয়াদে নিয়োগ পেয়েছেন এবং এ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। শর্ত অনুযায়ী, তাকেও সার্বক্ষণিক ভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ বলেন, 'জুলাই বিপ্লবের শহীদরা যে আত্মত্যাগ করেছে, তাদের সে ত্যাগকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন আমি পবিপ্রবির জন্য কাজ করতে পারি এবং এতে সকলের সহযোগীতা কামনা করছি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।

নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর ড. এস এম হেমায়েত জাহান বলেন, 'সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সততা ও সচ্ছতার সাথে সামনে আরও এগিয়ে নিতে চাই। এখানে কোনো পক্ষ থাকবে না, বিশ্ববিদ্যালয় হবে আমাদের সকলের। হাতে হাত রেখেই আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাবো।'

-এমপি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close