বেশির ভাগ দোকানেই মূল্য তালিকা নেই
Published : Saturday, 26 October, 2024 at 10:10 PM Count : 105
শনিবার উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকিকালে দেখা যায় প্রায় সব দোকানেই মূল্য তালিকা দৃশ্যমান স্থানে ঝুলানো নেই। একটি ডিমের দোকানে পাইকারি দরের রশিদ এবং খুচরা মূল্যের বোর্ড না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি আলুর পাইকারি দোকানে রসিদ দেখাতে ব্যর্থ হওয়ায় চার হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, মুরগির বাজারে মূল্য তালিকা না থাকলেও সরকারি মূল্য তালিকা অনুযায়ী মুরগি বিক্রি করা হচ্ছে এবং শাক-সবজির দাম স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে সরকার অনুমোদিত মূল্যে সকল ভোগ্যপণ্য বিক্রির জন্য বিক্রেতাদের সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ সুপারের প্রতিনিধি, নিরাপদ খাদ্যের সহকারী পরিচালক, কৃষি বিপণন সহকারী পরিচালক, প্রাণিসম্পদ সহকারী পরিচালক, ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি মো. গওহর জাহাঙ্গীর রুশো প্রমুখ।