Friday | 6 December 2024 | Reg No- 06
হোম

আমরা কারো উপর নির্যাতন করবো না: জিলানী

Published : Saturday, 26 October, 2024 at 8:43 PM Count : 286

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, 'আমরা কারো উপর নির্যাতন করবো না। তবে আমাদের উপর যদি কেউ অন্যায় ভাবে হামলা করে তাহলে আমরা তাদেরকে ছেড়ে দেবো না।'

শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জেকোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১২ নং কান্দি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন, 'এখন রাজনীতি হবে বৈষম্যবিরোধী রাজনীতি। আগামীতে রাজনীতি হবে দুর্নীতিমুক্ত রাজনীতি। আগামী দিনের রাজনীতি হবে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার মুক্ত। এ দেশে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে এই বাংলার মাটিতে তাদের বিচার করা হবে।'

তিনি বলেন, 'অধিকার ফিরে পাওয়ার জন্য দীর্ঘ ১৭টি বছর আপনাদের নিয়ে লড়াই সংগ্রাম করেছি কিন্তু আপনারা দেখেছেন সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের উপরে কি পরিমাণে জুলুম নির্যাতন করা হয়েছে। একের পর এক মামলা দেওয়া হয়েছে, দিনের পর দিন কারাগারে রুদ্ধ করা হয়েছে।'
এস এম জিলানী বলেন, 'শেখ পরিবারের কিছু সদস্য ও আওয়ামী লীগের কিছু দুবৃর্ত্ত দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। তাদের কর্মকাণ্ডের কারণে আজ এ দেশ ছেড়ে তারা পালিয়েছে। তাদের লোপাটকৃত টাকা এ দেশে ফিরিয়ে আনা হবে।'

কান্দি বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মার্টিন জয় বারিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য নিরঞ্জন ওঝা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদারসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে সার্বিক সহযোগিতা করেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ সকল নেতাকর্মী ও সমর্থকরা।

এটি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close