গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত
Published : Saturday, 26 October, 2024 at 12:44 PM Count : 176
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। শনিবার সকালে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ এ তথ্য জানান।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কাচঁপুর নয়াবাড়ি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯)। সে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ২য় বর্ষের ছাত্র। অপরজন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৯)। সে বিকাশ মার্চেন্ট ট্রেডিং অফিসার।
নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তারা দুই বন্ধু শুক্রবার বিকেলে একটি মোটরসাইকেলযোগে সোনারগাঁওয়ে ঘুরতে যান। রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জে বাসায় ফেরার পথে কাচঁপুর নয়াবাড়ি অতিক্রমকালে পিছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তারা দু'জনই মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপরে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, শুক্রবার রাতে তারা দুই বন্ধু মোটরসাইকেলযোগে সোনারগাঁও থেকে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হয়তো কোনো যানবাহনের ধাক্কায় কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দু'জনের মৃত্যু হয়েছে কি না বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দু'জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতদের স্বজনের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাদের লাশ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
-এইচএম/এমএ