ডেঙ্গুতে মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ১০২৯
Published : Thursday, 24 October, 2024 at 9:44 PM Count : 141
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আরও চারজনের মৃত্যৃ হয়েছে। এ নিয়ে চলতি বছর ২৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০২৯ জন নতুন রোগী। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৫৪ হাজার ২২৫ জন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন বরিশাল বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৯৯ জন, ঢাকা বিভাগে ১৯৭ জন, ময়মনসিংহে ২৫ জন, চট্টগ্রামে ১৪৩ জন, খুলনায় ১৩২ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ৮৮ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫০ হাজার ১২৪ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৮৩৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮৬০ জন; আর ১৯৭৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩১ হাজার ৩৩৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৮৮৮ জন। অক্টোবরের প্রথম ২৪ দিনে ২৩ হাজার ২৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১০৫ জনের। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ ভর্তি ও মৃত্যু।
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
এসআর