দাদন ব্যবসায়ীর বিচারের দাবীতে মানববন্ধন
Published : Tuesday, 17 September, 2024 at 10:26 PM Count : 74
দিনাজপুরের পার্বতীপুরে চিহ্নিত দাদন ব্যবসায়ী কামরুজ্জামান কামু ও তার পিতা তৈয়বার রহমানের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় শহরের ঢাকা মোড়ে এর আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী কিবরিয়া মোনায়েম, প্রতিবন্ধী দুদাল, মাহবুবা বেগম ও হাজরা খাতুন। এসময় তারা বলেন, দীর্ঘদিন যাবৎ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে দেদারছে সুদের কারবার করে আসছিলো কামরুজ্জামান কামু ও তার পিতা তৈয়বার রহমান। ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্প ও স্বাক্ষরকৃত চেক দিয়ে টাকা নেয়ার মাধ্যমে তাদের পাতানো ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। কয়েকগুন টাকা দেয়ার পরও পরিশোধ না করার অভিযোগে দেয়া হচ্ছে মামলা। সুদের টাকা দিতে না পারায় বাড়ী ছাড়া হয়েছেন অনেকে।
হাজরা খাতুন নামে এক ভুক্তভোগী জানান, তার ছেলে ৭০ হাজার টাকা নিয়ে বাড়ীভিটে বিক্রি করে কামু কে ৩ লাখ টাকা দিয়েছেন। তারপরও আরও টাকার জন্য চাপ দিলে সে কয়েকমাস থেকে নিরুদ্দেশ হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী বলেন, তার বিরুদ্ধে মুখ খুললেই হামলার পাশাপাশি মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এ চক্রের উপদ্রবে অতিষ্ট হয়েছে স্থানীয়রা। কেউ বিপক্ষে কথা বললে তুলে নিয়ে তাকে অমানুষিক নির্যাতন করে কামরুজ্জামান। তাই ভয়ে কেউ মুখ খুলেন না।
এদিকে, বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এএএম/এসআর