ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত
Published : Tuesday, 17 September, 2024 at 8:24 PM Count : 76
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহাদ মাস্তাসির তন্ময় (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মহাসড়কের কুচিয়ামোড়া আন্ডারপাস ব্রীজের উপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাস্তাসির বরিশাল জেলার বিমানবন্ধন থানার সাতমাইল গ্রামের মো. সালাম জমাদারের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া আন্ডারপাশের উপরে ঢাকাগামী একটি মোটরসাইেকেল সামনের একটি অজ্ঞাতনামা ট্রাকের পেছনে ধাক্কা দিলে মোটর সাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এসময় গুরুত্বর আঘাতে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাসাড়া হাইওয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম জানান, খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ মোটর সাইকেলের চালক ফাহাদ মাস্তাসির তন্ময়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্বজনদের খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এনইউ/এসআর