বন্যায় ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি টাকা
Published : Tuesday, 17 September, 2024 at 7:37 PM Count : 51
দেশের সাম্প্রতিক বন্যায় মোট ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
এসময় ছাত্র সমন্বয়কদের ওঠানো বেশিরভাগ টাকা ব্যাংকে জমা থাকার ব্যাপারে খোঁজ নেয়া হবে ও সমন্বয়কদের কাছে জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ফারুক-ই-আজম জানান, বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ক্ষয়ক্ষতির নিরূপণ করা হয়েছে, এরই মধ্যে পুনর্বাসন কর্মসূচিও শুরু হয়েছে।
উপদেষ্টা ফারুক-ই-আজম জানান, বন্যায় ১১টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় আক্রান্ত আশ্রয় গ্রহণকারী ৪৫ লাখ ৫৬ হাজার ১১১ জন। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৯ লাখ ৪২ হাজার ৮২১ জন। এছাড়াও বন্যায় মৃত ৭৪ জন এবং আহত হয়েছে ৬৮ জন।
উপদেষ্টা আরও জানান, মঙ্গলবার পর্যন্ত ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহিবলের জন্য জমা পড়েছে ৭৯ কোটি ৫৪ লাখ ৭ হাজার ৭২২ টাকা।
বন্যার্ত জেলায় অক্টোবর পর্যন্ত কিস্তির টাকা পরিশোধ রহিত করা হয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা।
এসআর