For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

হাটহাজারীতে দুর্বৃত্তদের হামলায় আহত ২

Published : Sunday, 15 September, 2024 at 8:25 PM Count : 152

চট্টগ্রাম হাটহাজারীতে দুর্বৃত্তদের হামলায় মুমিনুল হক ও মুন্না নামের দুইজন আহত হয়েছেন। 

রোববার দুপুরে উপজেলার ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ৯ নাম্বার ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে মো. এমরান নামের একজনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগে মো. মুমিনুল হক জানান, আমার প্রতিবেশি এমরান প্রবাসী, তার বড় ভাই লিয়াকত আলীর সাথে জায়গা সম্পত্তি নিয়ে ঘটনার আগে থেকেই বিরোধ চলে আসছিল। সেই বিরোধ স্থানীয়নভাবে নিষ্পত্বি হওয়া প্রক্রিয়াধীন আছে। এই বিরোধকে কেন্দ্র করে এমরান একাধিকবার আমাকে মারধর করার চেষ্টা করে। এছাড়াও ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। 

তিনি আরও অভিযোগ করেন, ১৫ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ৯ নাম্বার ওয়ার্ডের সাকিনের চইজ্জার পুকুর পাড় নামক স্থানে এমরান পূর্বপরিকল্পিতভাবে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এলোপাতারিভাবে কিল ঘুষি মারে। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে ও ডান হাতে জখম হয়। পরে আমার কাছে থাকা মানিব্যাগসহ ৩১ হাজার টাকা এবং স্বর্নের আংটি নিয়ে যায়। আমি চিৎকার করলে স্থানীয়রা এসে আমাকে রক্ষা করে। আমাকে সুযোগ সুবিধা মত পাইলে এমরান মারধর করে হত্যা করবে বলে হুমকি দিয়ে চলে যায়। 


আহত মমিনুল বলেন, এমরান ও ইয়াছিনের নেতৃত্ব ৫-৬ জন আমাদের ওপর হামলা করে। আমার হাত ভেঙ্গে যায়। এসময় তারা আমার ও মুন্নার কাছ থেকে স্বর্ণের আংটি ও নগদ টাকা নিয়ে যায়। 

অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও মামলা হয়েছে বলে জানান স্থানীয়রা। এছাড়াও তারা হেফাজত, জামায়াত ও বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ব্যক্তির নামে মামলা দেয়ার ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ রয়েছে।

চট্টগ্রামের বিএনপি নেতা মীর হেলাল উদ্দিন বলেন, ফেরারী বা মার্ডার মামলার আসামী বিএনপিতে স্থান হবে না। এবং এসব চাঁদাবাজ বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করার কাজ চলছে। রাজনৈতিক পরিচয়ে যারা চাঁদাবাজি, জবর-দখল করে মানুষের মনে ভীতি তৈরী করবে তাদের বিরুদ্ধে দল ও প্রশাসন আইনী ব্যবস্থা নিবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, দীর্ঘদিন বিদেশে পলাতক এমরান দেশের বাইরে অবস্থান করে এলাকার মান্যগন্য ব্যক্তি বর্গ, পুলিশের কর্মকর্তাদের হুমকি ধামকি ও সামাজিক মাধ্যমে নানান অপ্র-প্রচার চালিয়ে আসছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হামলার বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার কথা জানান। 

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,