For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

উত্তাল বঙ্গোপসাগর

আলীপুর-মহিপুরে আশ্রয় নিয়েছে হাজারো মাছ ধরার ট্রলার

Published : Sunday, 15 September, 2024 at 2:51 PM Count : 121

বৈরী আবহাওয়ায় উত্তাল হয়ে উঠেছে পটুয়াখালীকুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হঠাৎ বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় বিপদে পড়েছেন গভীর সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলারসহ জেলেরা। নিরাপদ আশ্রয়ের জন্য পটুয়াখালীর মহিপুর-আলিপুর মৎস্য বন্দরে আশ্রয় নিয়েছে দেশের বিভিন্ন জায়গার কয়েক হাজার মাছ ধরার ট্রলার।

সরেজমিনে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মৎস্য বন্দর মহিপুর-আলীপুর ঘাটে গিয়ে দেখা যায়, নোঙর করে রাখা হয়েছে কয়েক হাজার মাছ ধরার ট্রলার। উত্তাল সমুদ্রে ঢেউয়ের কবল থেকে জান ও মাল রক্ষার তাগিদে এসব ট্রলার নিয়ে জেলেরা তীরে ফিরে এসেছেন। তবে অধিকাংশ ট্রলারই ঘাটে ফিরেছে শূন্য হাতে, মাছ ছাড়া। 

তাদের ভাষ্যমতে, আবহাওয়া খারাপ থাকায় মাছ না ধরেই চলে আসতে হয়েছে।

এফবি এলমা-২ ট্রলারের জেলে মহিউদ্দিন জানান, প্রায় চার লক্ষ টাকার বাজার নিয়ে তাদের ট্রলার সাগরে গিয়েছিলো কয়েকদিন আগে। সমুদ্র উত্তাল থাকায় চলে আসতে হয়েছে। মাছ পায়নি, এবারের ট্রিপে তেল খরচও উঠবে না। তাদের ট্রলারে প্রায় ২০ জন স্টাফ রয়েছেন। সবাই এখন বেকার বসে দিন কাটাচ্ছেন।
আলীপুর মৎস্য বন্দরের ব্যবসায়ী আবুল হোসেন কাজী জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ট্রলার নিয়ে ঘাটে ফিরতে হতো না জেলেদের। বর্তমানে সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক নেই। তাই সমুদ্র থেকে সবাই ঘাটে ফিরে আসছে। প্রতিটা ট্রলারে তিন থেকে চার লাখ টাকার বাজার করে দেওয়া হয়। কিন্তু সে অনুযায়ী কোনো মাছের দেখা মেলেনি। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সুযোগ নেই।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র থেকে জেলেদের ফিরতে হয়েছে খালি হাতে। ফলে লোকসান গুনতে হচ্ছে ট্রলারের মালিক ও জেলেদের। মাঝে আবহাওয়া কয়েকদিন ভালো ছিল। কিন্তু এখন আবার খারাপ হওয়ার কারণে হতাশ মৎস্য ব্যবসায়ীরা এবং দুশ্চিন্তায় রয়েছেন এখানকার জেলেরা। আশা করি আবহাওয়া খুব শিগ্রই ভালো হয়ে যাবে। তখন জেলেরা স্বাভাবিক ভাবে মাছ শিকার করতে পারবেন।

কলাপাড়া আবহাওয়া অধিদপ্তরের ইলেকট্রনিক প্রকৌশলী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এন্ড পিবিও আব্দুল জব্বার শরীফ জানান, সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। অস্থায়ী ভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। জেলেদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

-এমপি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,