For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

প্রতারণার গল্প বলতে গিয়ে নিজেই প্রতারিত

Published : Tuesday, 10 September, 2024 at 12:35 PM Count : 433

সেন্সর ছাড়পত্র পেয়েও ছবি মুক্তির ঘোষণা দিতে পারেননি এক নির্মাতা। ছবির শুটিং হয়েছে ২০১৯ সালে। সেন্সর ছাড়পত্র পেয়েছে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। আর ছবি মুক্তি পাচ্ছে ২০২৪ সালের শেষে! কেন? 

সে প্রশ্ন রাখতেই নির্মাতা জানান, ছবিতে মিডিয়ার প্রতারণার গল্প বলতে গিয়ে নিজেই প্রতারিত হয়েছেন তিনি।

ভিন্নধর্মী এক শিশুতোষ ছবির মাধ্যমে ছবি পরিচালনায় আসেন আহসান সারোয়ার। তার দ্বিতীয় ছবিটি ছিল মিডিয়ার প্রতারণার গল্প নিয়ে ‘রংঢং’। পদে পদে বাঁধার সম্মুখীন হতে হয়েছে তাকে। অহেতুক কারণে আটকে থাকার ৫ বছর পর সেন্সর বোর্ডের আপিল বিভাগের হস্তক্ষেপে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ছাড়পত্র পেয়েছে তার ছবি। তারপর ভালো সময়ের আশায় এবার রংঢং মুক্তির ঘোষণা দিলেন তিনি।

আহসান সারোয়ার বলেন, ‘একটি দুটি নয়, একাধিক বাধা পেরিয়ে অবশেষে সিনেমাটি দর্শকদের সামনে আনতে পারছি। আসলে একটা সিনেমা মুক্তি না পাওয়া পর্যন্ত একজন পরিচালকের মানসিক অবস্থা যে কেমন থাকে সেটা বোঝানো কঠিন। তবে এখন খুব আনন্দ লাগছে।’
ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মিডিয়ার প্রতারণার গল্প নিয়ে আমাদের সিনেমা। সিনেমাটা করতে গিয়ে আমি তো নিজেই প্রতারিত হয়ে গেছি। তবে এখন আর খারাপ লাগে না। অনেকে পাশে ছিলেন, তাই শেষ পর্যন্ত সিনেমাটা আলোর মুখ দেখছে। সামনে দর্শকেরা দেখতে পাবেন।’

আহসান সারোয়ার বলেন, ‘গান দুটির কারণে মুক্তির আগেই বেশ আলোচনায় ছিল সিনেমাটি। সেন্সর বোর্ডে আটকে যাওয়ায় চিন্তিত ছিলেন তিনি। চলতি বছরের নভেম্বর মাসে ছবিটি মুক্তি দেওয়া হবে।’ শিগগিরই তারিখও ঘোষণা করবেন বলে জানালেন তিনি।

সিনেমায় অভিনয় করেছেন- তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, সেরা যামান, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, ডা. এজাজ, শবনম পারভিন, প্রাণ রায়, জামিল হোসেন, সোমা ফেরদৌস, সাদাফ, রকিব হোসেন ইভান, মাখনূন, সোহেল মন্ডল, আমিন আজাদ, শামীম হোসেন, অর্ণব খান প্রমুখ। 

ছবির সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, শামিম আলম বুলেট, পান্থ কানাই, রোমান্স, তাসনুভ।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,