দেশ ত্যাগের চেষ্টাকালে রাসিক হিসাবরক্ষক আটক
Published : Tuesday, 6 August, 2024 at 6:24 PM Count : 159
মঙ্গলবার দুপুরে সোনামসজিদ আইসিপি সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় ওই কর্মকর্তা কাছ থেকে নগদ তিন লাখ ৩১ হাজার টাকা উদ্ধার করে বিজিবি।
রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটককৃত ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই দুর্নীতি থেকে বাঁচতেই দেশ ত্যাগের চেষ্টা করলে বিজিবি তাকে আটক করে। আটককৃত ওই কর্মকর্তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
-এফএ/এমএ