ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে আজ থেকে
Published : Tuesday, 6 August, 2024 at 3:23 PM Count : 77
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো মঙ্গলবার থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জরুরি অনলাইন সিন্ডিকেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সভাপতিত্ব করেন।
জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে হল খোলা, হলে বৈধ শিক্ষার্থীদের উঠানো ও হলসমূহের সেবা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে।
-এমএ