For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

কাদিয়ানিদের উপর ফের হামলা, আহত ২০

Published : Tuesday, 6 August, 2024 at 2:46 PM Count : 323

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর জানা মাত্রই পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) উপর হামলা করে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ জনতা। সোমবার বিকেলে জেলা শহরের অদূরে আহম্মদনগর ও শালশিরি এলাকায় এ ঘটনা ঘটে। 

বিক্ষুদ্ধ জনতা মুহুর্তেই ওই এলাকার অর্ধশত পরিবারের ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করে। পুড়ে যায় বাড়ির আসবাবপত্রসহ সব কিছুই। ওই এলাকার আকাশে আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নারী সহ আহত হয় ২০ থেকে ২৫ জন আহমদিয়া সম্প্রদায়ের লোকজন। 

পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ সময় কাজ করে গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই এলাকায় বিক্ষুদ্ধ ও উত্তেজিত জনতা গণমাধ্যেম কর্মীদের প্রবেশ ও মুঠোফোনে ছবি এমনকি ভিডিও করতে দেয়নি। 

এদিকে, ২০২৩ সালের ০২ ও ০৩ মার্চ আহমদিয়াদের উপর হামলার ঘটনায় ৩৩টি মামলায় আসামি করা হয়েছে অন্তত ১০ থেকে ১২ হাজার মানুষকে। মামলার আসামিরা সুযোগ বুঝে তাদের উপর হামলা করেছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
আহমদিয়া সম্প্রদায়ের আহত সুমন আহমদ বলেন, আমরা কি দোষ করেছি। বার বার আমাদের উপর হামলা করা হচ্ছে। আমাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা যাকে যখন পেয়েছে আঘাত করেছে। 

ওই এলাকার বাসিন্দা মুহাম্মদ সোলাইমান বলেন, এখন পর্যন্ত আমাদের পঞ্চাশের বেশি বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এর সংখ্যা আরও বাড়তে পারে। এখনো অনেক বাড়িতে আগুন জ্বলছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অন্তত ২০ থেকে ২৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, অসংখ্য বাড়িতে আগুন জ্বলছে। আমাদের ইউনিট গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার সরকার পতনের সুযোগ গ্রহণ করে একটি সাম্প্রদায়িক অপশক্তি বিকেল ৪টার দিকে পঞ্চগড়ের আহমদনগরের আহমদীয়া মসজিদ ও জলসাগাহসহ প্রায় ৭০টি বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট করে। এতে ১৬ জন আহমদী সদস্য গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতদের রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, আহম্মদনগরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিজিবি ও সেনাবাহিনী কাজ করছে। এখনো পরিস্থিতি শান্ত নয়। আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। পঞ্চগড়ে আহমদীয়া মুসলিম জামাতের মসজিদ ও বাড়ি-ঘরে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,