বাঘায় ভূমি অফিস-আ.লীগের কার্যালয়ে আগুনে
Published : Monday, 5 August, 2024 at 8:50 PM Count : 95
শেখ হাসিনার দেশ ত্যাগ এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তবর্তীকালীন সরকারের ঘোষণা পর রাজশাহীর বাঘা ভূমি অফিস ও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে এ ঘটনা ঘটিয়েছে।
এছাড়া, বাঘা পুরাতন বাস স্ট্যান্ডে, শাহদৌলা কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর করা হয়েছে। বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেনের বাড়ি, বাজুবাঘা ইউনিয়নের আমোদপুর গ্রামে বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের বাড়ি ঘেরাও করে রাখা হয়। আমোদপুরে শেখ রাসেল স্মৃতি সংঘ ভাংচুর করা হয়েছে।
এ বিষয়ে বাজুবাঘা ইউনিয়নের আমোদপুর গ্রামের বাসিন্দা ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান কান্নাজড়িত কণ্ঠ বলেন, বিকেল ৫টা পর্যন্ত দুর্বৃত্তরা বাড়ি ঘেরাও করে রাখে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিতে গড়িমসি করে। এতে আমি আতংকে মধ্যে পড়ি।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম এ বিষয়ে কিছুই জানেনা বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, ভূমি অফিস বাঘাবাসীর সম্পদ, এটা পুড়িয়ে দেওয়া মানে বাঘাবাসীর ক্ষতি করা করা। এটা থেকে দুর্বৃত্তদের দূরে থাকা ভালো। নিজে নিজে ক্ষতি করলে আমার করার কী বা আছে?
-এএইচ/এমএ