গোমস্তাপুরে আ'লীগ অফিস-পৌর কাউন্সিলরের বাড়ি ভাংচুর
Published : Monday, 5 August, 2024 at 7:19 PM Count : 96
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা আওয়ামী লীগের অফিস ও এক পৌর কাউন্সিলের বাড়ি ভাংচুর করা হয়েছে। এতে ১০ জন আহত হয়।
সোমবার বিকেলে উপজেলার রহনপুর কলোনি মোড়স্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুই দফা ভাংচুর চালায় উত্তেজিত জনতা।
এ সময় সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাসের সমর্থকরা বাঁধা দিতে গেলে উভয়পক্ষের সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।
এছাড়া, সোমবার বিকেলে রহনপুর পৌর এলাকার খয়রাবাদে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক মন্টুর বাড়ি ভাংচুর করা হয়।
-এনআই/এমএ