শাহজাদপুরে এমপির বাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ
Published : Sunday, 4 August, 2024 at 5:00 PM Count : 104
কোটা আন্দোলন ঘিরে সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার সকালে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা একত্রিত হয়ে পৌর এলাকার করতোয়া ব্রিজ থেকে বিশাল মিছিল নিয়ে পৌর এলাকায় প্রবেশ করার সময় আওয়ামী লীগ কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় আন্দোলনকারীদের বিশাল মিছিল দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হয়। একপর্যায়ে বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্র-জনতা চতুর্দিক থেকে পৌর এলাকায় ঢুকে পড়ে। মুহুর্তের মধ্যেই হাজার হাজার ছাত্র-জনতা একত্রিত হয়ে এক দফা দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে শ্লোগান দিতে থাকে। তারা ঢাকাসহ সারাদেশে ছাত্র হত্যার সুষ্ঠু বিচার ও অপরাধীদের ফাঁসির দাবিও করে।
একপর্যায়ে আন্দোলনকারীরা আওয়ামী লীগ অফিসে ব্যাপক ভাংচুর করে ১০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য কৌশলে দলীয় অফিস ছেড়ে চলে যায়। এ সময় বিশাল মিছিল নিয়ে স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলামের শক্তিপুরস্থ বাড়িতে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে বৈষম্য বিরোধী আন্দোলনকরীরা।
এরপর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ লাবলুর বাড়ি, প্রেস ক্লাব, টাউন ক্লাব, উপজেলা ক্রীড়া সংস্থা ভাংচুর ও পৌরসভার ১০টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় শাহজাদপুরে সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সবুজ রানা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০/২৫ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি নিজেও আহত হয়েছেন।
-এসবি/এমএ