বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত
Published : Sunday, 4 August, 2024 at 1:03 PM Count : 177
মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে আমন ধান রোপণ করতে বের হয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খালিছ মিয়া (৪০) ওই গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে বাড়ির পাশে জমিতে আমন ধান রোপণ করতে যান খালিছ। এ সময় রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক লাইনের একটি তারে অসতর্কতাবশত পা দিয়ে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে।
-এসআর/এমএ