সিরাজগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার
Published : Wednesday, 31 July, 2024 at 7:40 PM Count : 64
সিরাজগঞ্জে জনবহুল রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩১ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে সদর উপজেলার বহুলী ইউনিয়নের আলোকদিয়া গ্রাম এলাকা থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসিবুল্লাহ জানান, আলোকদিয়া এলাকায় রাস্তার পাশে একটি গাছের গোড়ায় ঝোপের মধ্যে তিন-চারদিন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। জেলা শহর থেকে রায়গঞ্জ উপজেলাগামী জনবহুল এই সড়কে যাতায়াতের সময় দুর্গন্ধ পেত যাত্রীরা। বুধবার সকালে পথচারীরা উঁকি দিয়ে সেখানে মানুষের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। অর্ধগলিত হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পড়নে লুঙ্গি পড়া থেকে ধারণা করা হচ্ছে মৃত দেহটি পুরুষের হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত করে মৃত্যুর কারন জানার চেষ্টা করা হবে। তার পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
এবি/এসআর