পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
Published : Tuesday, 30 July, 2024 at 8:07 PM Count : 220
নেত্রকোনা পূর্বধলায় রিতা আক্তার ময়না (১২) নামের এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ফাঁসিতে ঝুঁলে রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা গ্রামের রিপন মিয়ার মেয়ে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে তার মা রেশমা আক্তার মেয়েকে বাড়িতে রেখে পাশের বাজারে দোকানে ছেলের জন্য ভাত দিতে যান। ফিরে এসে দেখেন মেয়ে নিজ ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আছে। এটা দেখে দ্রুত নামিয়ে তাকে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, সে এনজিও সেরা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। কেন আত্মহত্যা করেছে তার কারণ জানা যায়নি তবে সঠিক তদন্ত চলছে। এবং ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদরে হাসপাতালে পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে।
নিহতের বাবা রিপন বলেন, আমার মেয়ে শনিবার ও মঙ্গলবার কিছুটা অস্বাভাবিক হয়ে যেত। কিন্তু আজ কেন আত্মহত্যা করেছে তা আমি জানি না। কারণ আমি বরশি নিয়ে রাজধলা বিলে মাছ ধরতে গিয়েছিলাম। সেখান থেকে খবর পেয়ে দ্রুত এসে দেখি মেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
এআই/এসআর