For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

৫ দিনেও উদ্ধার হয়নি বঙ্গোপসাগরে নিখোঁজ ২ জেলে

Published : Monday, 29 July, 2024 at 7:41 PM Count : 125

ইলিশ শিকারে গিয়ে ঝড় আর প্রচন্ড তুফানের কবলে পড়ে গত ৫ দিন আগে কুয়াকাটার নিকটবর্তী হাইরের চর এলাকায় ডুবে যায় ৫ টি ট্রলার। এতে নিখোঁজ হন ৪৯ জেলে। পরে উদ্ধার হন ৪৭ জন। এর মধ্যে ৫ দিন অতিবাহিত হলেও নিখোঁজ ২ জেলের আজও মেলেনি। ওই জেলে পরিবারে চলছে স্বজনহারা শোকের মাতম।

গত বুধ-বৃহস্পাতিবার সকালে ৪৯ জেলেসহ পাঁচটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। এর মধ্যে একটি ট্রলারসহ ৪৭ জেলে উদ্ধার হয়। সোমবার বিকাল পর্যন্ত গত ৫ দিনেও সন্ধান মেলেনি নিখোজঁ ওই ২ জেলের। সাগরে জাল ফেলার সময় আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন, কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের জাকির প্যাদার ট্রলারের জেলে ফিরোজ তালুকদার ও রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে কোরালিয়া গ্রামে আবদুল করিমের ট্রলারের জেলে নাঈম চৌকিদার। বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময় এ সকল ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

মৎস্য বন্দর আলীপুর আড়ত মালিক সমিতির সভাপতি আবদুল জলিল জানান, তার আড়তে মাছ বিক্রি করে আবদুল করিম, শাহীন মাতুব্বর, সোহরাব গাজী, রাজ্জাক মাতুব্বর ও মো. উজ্জলের মালিকানাধীন পাঁচটি ট্রলার সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এর মধ্যে দু’টি ট্রলারসহ দুই জেলের এখনও সন্ধান মেলেনি।
অপরদিকে নিখোঁজ হওয়া জেলে পরিবার দু'টিতে নেমে এসেছে শোকের ছায়া। অজানা উৎকণ্ঠা আর স্বজন হারা বেদনার কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। স্বজনদের প্রশ্ন তারা কি তাদের হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরে পাবে?

টিএইচ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,