For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

গরমে দাপটে শিশুরা ঝুঁকছে আইসক্রিমে

Published : Saturday, 27 July, 2024 at 4:44 PM Count : 100


গত কয়েকদিন ধরে গাইবান্ধা জেলায় অব্যাহত রয়েছে প্রখর রোদ আর ভ্যাপসা গরম। তীব্র এই গরমে অতিষ্ঠ জনজীবন। এরই সুযোগে গ্রামাঞ্চলে ভ্রাম্যমাণ ভাবে বিক্রি হচ্ছে আইসক্রিম। আর দাবদাহে সাময়িক তৃষ্ণা মেটাতে শিশুরা আইসক্রিম খেয়ে প্রাণ জুড়ানোর চেষ্টা করছে। 

শনিবার দুপুরে গাইবান্ধার নিভৃত গ্রামাঞ্চলে দেখা যায়, গরমের ফাঁদে পরা মানুষের হাঁসফাঁসের চিত্র। আইসক্রিম বিক্রেতার মাইকের শব্দে ছুটাছুটি করছিল একদল শিশু। এরা বাবা-মায়ের কাছে টাকা-পয়সা নিয়ে কিনে খাচ্ছিলো আইসক্রিম।

জানা যায়, জেলায় চার দিন ধরে প্রখর রোদের ঝলকানি রয়েছে। আর এই রোদে পুড়ছে কৃষকের মাঠসহ বাসা-বাড়ি ও পথঘাট। দেখা নেই বৃষ্টির। যার ফলে বেড়েছে দাবদাহ। অসহনীয় গরমে মানুষের মাঝে অস্থিরতা বিরাজ করছে। সেই সাথে শিশুদের নিয়ে পড়েছে বিপাকে। মাঝে মাঝে বিদ্যুতের লোডশেডিংয়ে হাঁপিয়ে উঠছেন তারা। ফলে  মানুষদের বেড়েছে রোগবালাই। অনেকে ডায়রিয়া, স্বর্দি, জ্বর, কাশি, মাথা ব্যথা ও নানা রোগের আক্রান্ত হচ্ছেন। তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে এক পশলা বৃষ্টির প্রার্থনা করছেন। তবে গরমের সুযোগে ব্যবসা বেড়েছে কনফেকশনারী দোকানিদের। এসব দোকানে ফ্রিজে রাখা পানীয়, আইসক্রিম, দই, শরবত ও ঠান্ডা খাবার কিনতে ভিড় করছে গরমের কবলে পড়া মানুষরা।
ইসরাফিল হোসেন তৌফিক নামের এক শিশু জানায়, এতো গরম ভালো লাগে না। পড়তেও মন বসে না। কেন জানি সবকিছু এলোমেলো লাগছে। তাই আম্মুর কাছ থেকে ১০ টাকা নিয়ে একটা আইসক্রিম খেলাম। এখন একটু ভালো লাগছে। 

বুজরুক রসুলপুর গ্রামে আসা ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতা খবির উদ্দিন বলেন, গরম পড়লেই ভ্যানে বাক্স ভর্তি আইসক্রিম নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করি। যা শিশুসহ সব বয়সের মানুষের তৃষ্ণা পূরণের উপযোগী। সম্প্রতি তাপপ্রবাহে শিশুরা আইসক্রিম খাচ্ছে বেশী।

ময়নুল ইসলাম নামের এক কনফেকশনারী দোকানি বলেন, দাবদাহের কারণে ব্যবসা বেড়েছে দোকানে। ফ্রিজে রাখা পানীয়, আইসক্রিম, দই, শরবত ও ঠান্ডা খাবার কিনতে ভিড় করছে গরমের কবলে পড়া মানুষরা। 

গাইবান্ধার সিভিল সার্জন আব্দুল্যাহেল মাফি বলেন, গরমে পানি স্বল্পতাসহ হিট স্ট্রোকের ঝুঁকি রয়েছে। 

তাই তীব্র তাপদাহে শিশু, বৃদ্ধদের খুব জরুরী কাজ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।   

-টিএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,