পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু
Published : Saturday, 27 July, 2024 at 4:28 PM Count : 118
শনিবার সকালে উপজেলার শিতলী গ্রামে শিতলী রোকেয়া মাদ্রাসার পাশের পুকুরে লাশ ভেসে উঠতে দেখেন গ্রামবাসী।
নিহত সিয়াম (১২) কালীগঞ্জ উপজেলার বারবাজার গ্রামের শামিম হোসেনের ছেলে এবং ওই মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল।
হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, সিয়াম রোকেয়া মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল। শুক্রবার বিকেলে মাদ্রাসার পাশের পুকুরে অন্যান্য শিক্ষার্থীদের সাথে গোসল করতে নামে সিয়াম। একপর্যায়ে রাতে নাম ডাকার সময় আবাসিক শিক্ষকরা বিষয়টি জানতে পারে। অনেক খোঁজাখুঁজির পর রাতে আর তাকে পাওয়া যায় না। শনিবার সকালে মাদ্রাসার পাশের পুকুরে সিয়ামের লাশ ভেসে উঠতে দেখে গ্রামবাসী। পরে পুলিশকে খবর দিলে লাশটিকে উদ্ধার করে তারা।
-জেইউ/এমএ