For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ঠাকুরগাঁওয়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক

Published : Friday, 26 July, 2024 at 2:58 PM Count : 120

কোটা বিরোধী আন্দোলনে সহিংসতার ফলে সরকার ঘোষিত চলমান কারফিউয়ের ঠাকুরগাঁওয়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। কারফিউয়ের ৭ম দিনে শুক্রবার জেলার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। জেলাশহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে সাপ্তাহিক ছুটি উপলক্ষে সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক বীমা বন্ধ রয়েছে। শহরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল ও দায়িত্ব পালন করছেন।
 
কারফিউ চললেও শুক্রবার জেলা প্রশাসকের নির্দেশক্রমে শহরে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠান খোলা রয়েছে। 

এদিকে কারফিউ চললেও জেলা প্রশাসকের নির্দেশক্রমে শহরের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাষিত, বেসরকারিসহ সকল প্রতিষ্ঠান গতকাল বৃহস্পতিবার সকাল ০৬টা থেকে সন্ধ্যা ০৭টা পর্যন্ত খোলা ছিল। তাছাড়া সরকারি ও বেসরকারিসহ সব ধরণের পরিবহন ও পরিবহন সেবা চালু রয়েছে। তবে গত দুই দিন সোম ও মঙ্গলবার সকাল ০৮টা থেকে বিকেল ০৫টা পর্যন্ত এসব খোলা রাখা হয়েছে কারফিউ শিথিল করে। 

এ ব্যাপারে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, কোটা বিরোধী আন্দোলনে সহিংসতার ফলে সরকার ঘোষিত চলমান কারফিউয়ে ঠাকুরগাঁওয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আজ কারফিউয়ের ৭ম দিনে শুক্রবার জেলার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। গণপরিবহন ছাড়া সকল ধরণের যান চলাচল করেছে।  আর কারফিউয়ের মধ্যে গত তিন/চার দিনে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার কবর পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রেণে ও অনেকটাই স্বাভাবিক রয়েছে এই জেলায়। এর আগে সরকারি বেসরকারি সকল অফিস চালু করা হয়েছে। তবে কারফিউ চলাকালে আন্দোলনকারীরা বা সন্ত্রাসীরা নাশকতা করার চেষ্টা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
 
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান জানান, কোটা বিরোধী আন্দোলনে সহিংসতার ফলে সরকার ঘোষিত চলমান কারফিউয়ের ঠাকুরগাঁওয়ে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আজ কারফিউয়ের ৭ম দিনে শুক্রবার জেলার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। জেলাশহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে সাপ্তাহিক ছুটি উপলক্ষে সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক বীমা বন্ধ রয়েছে। শহরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল ও দায়িত্ব পালন করছেন। সরকারি নির্দেশনা মেনে মানুষের জীবন জীবিকার তাগিদে অনেক জিনিস শিথিল করা হয়েছে। তবে কারফিউ চলাকালে কেউ সরকারি আইন অমান্য করলে বিধিগত ব্যবস্থা নেবে প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। আশা করা যায় পরিস্থিতি দুই তিনদিনের মধ্যে সম্পূর্ণ স্বাভাবিক করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।  
উল্লেখ্য, গত ১৪-১৭ই জুলাই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে অনেক সহিংসতার ঘটনা ঘটে। এতে সারা দেশে বেশ কয়েকজন নিহত হন এবং অসংখ্য আহত হয়েছেন। ঠাকুরগাঁও জেলাতেও প্রায় দুই শতাধিক আহত হয় সহিংসতায়। এই সহিংসতার প্রেক্ষিতে এবং দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে এবং জানমাল রক্ষায় সরকার অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করেছে। যা বর্তমানে চলমান রয়েছে। 

এএ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,