For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সোহাগপুর গণহত্যা দিবস আজ

Published : Thursday, 25 July, 2024 at 10:11 AM Count : 79

'বিচার পাইছি, বাড়ি-ঘর পাইছি ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাইছি। অহন আমরা ভালোই আছি। আর কত দিন বাঁচমু। মইরা গেলেও আর কোনো দুশ্চিন্তা থাকবো না। স্বামী স্বজনদের কথা মনে অইলে খুব কষ্ট লাগে। বর্তমান সরকার রাজাকার ও আলবদরদের বিচার কইরা আমগর হেই কষ্ট দুর কইরা দিছে।'

কথাগুলো বলছিলেন শেরপুরেনালিতাবাড়ী উপজেলার মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত সোহাগপুর বিধবাপল্লীর বীরাঙ্গনা হাফিজা বেওয়া (৭০)। 

একই গ্রামের অপর বীরাঙ্গনা মহিরন বেওয়া (৭২) কান্নাজড়িত কণ্ঠে বলেন, সরকার আমগরে থাহুনের লাইগা (আমাদের থাকার জন্য) বাড়ি-ঘর বানাইয়া দিছে। নির্যাতনের শিকার অওনে (হওয়ায়) নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিছে। আমগর (আমাদের) স্বামী সন্তানগরে মারনের বিচার করছে। অহন আমরা শান্তি লইয়া মরবার পামু। 

এভাবেই ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে স্বামী, সন্তান হারানোর দীর্ঘ সময় পর সরকারি ভাবে বীরাঙ্গনার স্বীকৃতি পেয়ে মনের আকুতি প্রকাশ করেন তারা। 
আজ ২৫ জুলাই সোহাগপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে নালিতাবাড়ী উপজেলার কাঁকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে এক নারকীয় হত্যাযজ্ঞ ঘটেছিল। পাকিস্তানী হানাদার বাহিনী ও দেশীয় রাজাকার আলবদররা সে দিনের  পৈশাচিক হত্যাকাণ্ড চালিয়ে এই গ্রামের ১৮৭ জন নিরীহ পুরুষ মানুষকে নির্মম ভাবে হত্যা করে। তখন বিধবা হন এই গ্রামের ৬২ জন নারী। সোহাগপুর বেনুপাড়া গ্রামের সব পুরুষ মানুষকে মেরে ফেলার কারণে স্বাধীনতার পরে এই গ্রামের নাম বদলে দিয়ে নতুন নাম রাখা হয় সোহাগপুর বিধবাপল্লী।

জানা গেছে, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়েতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে সাতটি অভিযোগের মধ্যে তৃতীয় অভিযোগটি ছিল সোহাগপুর গ্রামের হত্যাযজ্ঞ ও ধর্ষণ। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে মৃত্যুদণ্ড দেন। বর্তমানে সরকারি ভাবে সোহাগপুর  গ্রামের ২৯ জন বিধবা নারীকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে বাড়ি-ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

ইতোমধ্যে এই গ্রামের বেশ কয়েকজন বিধবা নারী দুনিয়া ছেড়ে চলে গেছেন। স্বজন হারানোর দুঃখ বেদনার ক্ষত আর সে দিনের বিভীষিকা নিয়ে কালের সাক্ষী হয়ে আজো বেঁচে আছেন ২১ জন বিধবা নারী। নির্যাতনের শিকার হওয়া নারীর মধ্যে প্রথমে ১৪ জন ও পরে ছয় জনসহ মোট ২০ জন নারীকে নারী মুক্তিযোদ্ধা তথা বীরাঙ্গনার স্বীকৃতি দেওয়া হয়েছে। বেঁচে থাকা বিধবারা প্রতি মাসে ২০ হাজার টাকা করে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন। ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে দুই হাজার টাকা, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক থেকে ৫০০ টাকা ও সরকারি ভাবে আরো বিধবা ভাতা হিসেবে ৫০০ করে টাকা পান। বিধবা নারী ও তাদের স্বজনরা সরকারের প্রতি সন্তষ্টি প্রকাশ করলেও সেই দিনের পৈশাচিক নারকীয় হত্যাকাণ্ডের কথা আজও তারা ভুলতে পারেননি।

সোহাগপুর বেনুপাড়া গ্রামের আলাল উদ্দিন (৭৩) বলেন, ‘গরম বালুর মধ্যে যেমনে মানুষ মুড়ি ভাজে। ঠিক তেমন করে পাক বাহিনীরা এই গ্রামে ঢুইকা গুলি ফুটাইছে। ১৮৭ জন নিরীহ গ্রামবাসীকে নির্বিচারে হত্যা করেছে। সেই দিনের স্মৃতির কথা মনে হলে আজো শরীর শিউরে উঠে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, সোহাগপুর গণহত্যা দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।

-এমএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,