কোটা সংস্কার আন্দোলনে উত্তাল জয়পুরহাট: আহত ৬, গ্রেফতার ৭
Published : Thursday, 18 July, 2024 at 8:25 PM Count : 108
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, সারা দেশে ছাত্র হত্যা ও কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আন্দোলনে উত্তাল ছিলো জয়পুরহাট। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত সাত জনের মধ্যে ছয় জনকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় রামদেহ বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয় কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। সেখান থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে বেলা ১১ টায় আন্দোলনকারীরা জয়পুরহাটের প্রধান সড়কে নেমে আসে। এ সময় বিক্ষোভকারীরা মিছিল সহকারে ডিসি ও পুলিশ সুপারের কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশী বাধায় রাস্তায় বসে পড়ে শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল করে শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে অবস্থান নেয় ও প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। আন্দোলনকারীদের একটা অংশ এসময় আওয়ামী লীগ জেলা কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে বলে দাবী করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট। বুক ও পায়ে ইটের আঘাত পেয়েছেন বলে জানান তিনি।
এখানে পুলিশের বাধার মুখে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। পুলিশের ধাওয়া ও পাল্টা পাল্টি ইট-পাথর ও মার্বেল ছুঁড়াছুড়িতে আহত হয় সাত জন। এদের মধ্যে ছয়জনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে জানান, তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক। এরা হচ্ছে জিসান, আরিফ, মিজান, আবু বকর সিদ্দিক, শামীম হোসেন, রাফিউর রহমান।
বিক্ষোভ মিছিল ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দোকানপাট ও সকল প্রকার যানবাহন বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকাগামী আন্ত:নগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিকে জয়পুরহাট স্টেশনে দাড়িয়ে থাকতে দেখা যায়।
কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ঢাকাসহ সারা দেশে আমাদের ভাই-বোনেরা শান্তিপূর্ণভাবে কোটা সংস্কার আন্দোলন করছেন। আমরাও তাদের সাথে সংহতি জানিয়েছি। কিন্তু কতিপয় ছাত্রলীগের কর্মীরা যৌক্তিক এ আন্দোলনে আমাদের ভাইবোনের উপর হামলা করে নারকীয় তাণ্ডব চালিয়েছে। আন্দোলনকারী এক শিক্ষার্থীকে গুলি করে হত্যাসহ ছয়জন নিহত হয়েছেন। সব মিলিয়ে সাধারণ ছাত্রসমাজ কোটা সংস্কারের পক্ষে রাস্তায় নেমেছে। আমরা এসব হত্যাকাণ্ডের বিচার ও কোটা সংস্কার চাই।
অপরদিকে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, আন্দোলন কারীদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ৭ পুলিশ আহত হয়েছেন দাবী করে বলেন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আন্দোলন কারীরা পুলিশ কে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লেও পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। জেলা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। আজকের ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
এসআইএস/এসআর