জাফর ইকবালের বই নদীতে ভাসিয়ে প্রতিবাদ
Published : Thursday, 18 July, 2024 at 12:47 PM Count : 170
চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিশু সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার বই ছিড়ে নদীতে ভাসিয়ে দিয়ে তীব্র প্রতিবাদ জানালেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার পরিবেশ ও শিক্ষাকর্মী মাহমুদুল ইসলাম মামুন।
বুধবার দুপুরে উপজেলার বেরং নদীর সেতুর উপর দাঁড়িয়ে ভিডিওয়ের মাধ্যমে একটি ছিড়ে নদীতে ভাসিয়ে দেন এ যুবক।
মামুন বলেন, আপনার বই আমি অনেক পড়িয়েছি। অনেক কষ্টের টাকায় বই কিনে কিনে বই পড়াই। গ্রামে গ্রামে ঘুরে স্বেচ্ছাসেবী হিসেবে মানুষকে আপনার বই পড়িয়ে শুনিয়েছি। আজ থেকে আপনার বই আর পড়বো না। পড়াবো না। তাই আপনার বই ছিড়ে ছিড়ে আজ নদীতে ফেলে দিলাম। এটি আপনি দেখে নিয়েন। এটা আমাদের গ্রামগঞ্জ থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমি আপনার অনেক বই কিনে পড়িয়েছি। এই দেখুন আজ আপনাকে নদীতে ফেলে ভাসিয়ে দিলাম।
তিনি বলেন, আপনি (জাফর ইকবাল) আর লিখবেন না বই। আমাদের অনেক প্রকাশকও আপনার বই আর ছাপাবে না। আমি ঘুরে ঘুরে বই পড়াই, এটা সবাই জানে। আমি অনেক বছর ধরে বই পড়াই, পড়িয়ে শুনাই। পড়াবো। মুক্তিযুদ্ধের গল্প, ভাষা আন্দোলনের ইতিহাস পড়ানোর জন্য অনেক লেখক রয়েছে। আমার সাইকেলের ঝুড়ি জুড়ে রয়েছে বই। সেসব বই পড়াবো। আপনার এ রকম কাল্পনিক কাহিনী, বৈজ্ঞানিক কাহিনী আর লাগবে না। যদি আপনাকে কাজে লাগতো তাহলে এ দেশে অনেক বিজ্ঞানী অনেক উঁচুতে উঠে যেত। বড় দুঃখের সাথে এই প্রতিবাদ করলাম।
মামুন বলেন, আমি তার (জাফর ইকবালের) অনেক বই কিনেছি। যখনই তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বক্তব্য ঘিরে বিতর্কিত পরিস্থিতি তৈরি হয়েছে। তার অনেক বই অনেক প্রকাশক না ছাপানোর হুশিয়ারি দিয়ে প্রতিবাদ করেছেন। তখন আমিও দেশের উত্তরের প্রান্ত তেঁতুলিয়া থেকে এ প্রতিবাদ জানালাম। কারণ, তারা তো বুদ্ধিজীবী। আজকে কোটা সংস্কার নিয়ে আন্দোলন হচ্ছে। তিনি তো প্রধানমন্ত্রীর সাথে বসে আলোচনা করতে পারতেন। ৩০ শতাংশ কোটার জায়গা ১০ শতাংশ কমিয়ে আনলে কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নিলেও তো আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। ছাত্র-ছাত্রীদের উপর নির্যাতন হতো না। কোনো শিক্ষার্থী মারা যেতো না। এ সমাধান হওয়া উচিত।
পঞ্চগড়ের তেঁতুলিয়ার আজিজনগর গ্রামের মাহমুদুল ইসলাম মামুন ধরিত্রী সুরক্ষা ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে পরিবেশের উপর কাজ করছেন। বিনামূল্যে গাছ বিলিয়ে ও পরিবেশের উপর কাজ করে হয়ে উঠেছেন পরিবেশ কর্মী ও পলান সরকারের মতো মানুষের দ্বারে দ্বারে ভ্রাম্যমাণ লাইব্রেরী হয়ে উঠেন শিক্ষাকর্মী হিসেবে পরিচিত এ যুবক। তিনি নিজের টাকা বই কিনে শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষকে বইয়ের আসর বসিয়ে সে বই পড়িয়ে সমাজে আলো ছড়ানোর কাজ করে যাচ্ছেন।
-এসআই/এমএ