For English Version
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
হোম

অনুপ্রবেশকালে ৫ রোহিঙ্গা আটক

Published : Thursday, 18 July, 2024 at 12:23 PM Count : 77

মিয়ানমার থেকে কক্সবাজারেটেকনাফে অনুপ্রবেশকালে দুই নারীসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।

বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া সমুদ্র উপকূলে পৌঁছার পর তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আলিপাড়ার হারুনের ছেলে এনামুল হাছান, একরাম উল্লাহর ছেলে মোশাররফ, একরামের স্ত্রী ওমমুল কাইর, একরামের ছেলে মোফশশর ও আবু বক্করের স্ত্রী শাহনাজ।

বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, স্থানীয় জনগণের দেয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীপাড়ার ঘাটে এসে এই পাঁচ জনকে আটক করা হয়। বিষয়টি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করেছেন।
তিনি জানান, অনুপ্রবেশকারী রোহিঙ্গারা মিয়ানমারের আলিপাড়ার বাসিন্দা। তারা রাত ৩টার দিকে ট্রলারে উঠে। ঘাটে পৌঁছার পর ট্রলার রেখে দালালরা পালিয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, স্থানীয় চেয়ারম্যান বিষয়টি তাকে অবহিত করেছেন। পাঁচ রোহিঙ্গাকে বিজিবি হেফাজতে নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একইসঙ্গে ট্রলারটি জব্দ করা হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারী ট্রলার মালিক, চালকসহ দালালদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি জানান, মিয়ানমারের সংঘাতের জের ধরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে দেয়া হবে না। এ ব্যাপারে সীমান্ত সর্তকতার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ছমি উদ্দিন জানান, চেয়ারম্যান পাঁচ রোহিঙ্গাকে অনুপ্রবেশকালে আটকের বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

-এফআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,