For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

Published : Tuesday, 16 July, 2024 at 9:16 PM Count : 92

জয়পুরহাটে ডাকাতির পর অসীমা রানী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় ১৪ জনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার ভিটি গ্রামের শামছুল হুদা, মো: মিজান, মোঃ বাবু, মোঃ জাহিদুল ইসলাম (পলাতক), মুক্তাদির ও মোঃ সবুর।

জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি জানান, ২০০৮ সালের ২৯ আগস্ট রাতে অসীমা রানী মন্ডল রাতের খাবার খেয়ে তার নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১১টার দিকে কয়েকজন ডাকাত তার ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে অসীমা রানী মন্ডলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণ, মোবাইল ফোনসহ প্রায় ২ লাখ ৯২ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। অসীমা রানী মন্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে তৎকালীন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 
ওই ঘটনায় নিহতের স্বামী উৎপল কুমার মন্ডল বাদী হয়ে ২০০৮ সালের ৩০ আগস্ট জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত ওই রায় ঘোষণা করেন। এ সময় আদালতে জাহিদুল ইসলাম নামে সাজা প্রাপ্ত একজন অনুপস্থিত ছিলেন। মামলার সরকার পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি। আর আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডঃ মনিরুজ্জামান হিরন।

এসআইএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,