কোটা বিরোধী আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
Published : Tuesday, 16 July, 2024 at 4:26 PM Count : 174
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)
কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের নাম আবু সাঈদ। বেরোবি'র কোটা আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক ছিলেন এবং বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জের খালাসপীর জাফর পাড়ায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে নিহত শিক্ষার্থী কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল রাবার বুলেট ছুরে। এতে সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হন।
এলওয়াই/ এসআর