মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীতার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
Published : Tuesday, 16 July, 2024 at 3:20 PM Count : 170
কোটাবিরোধী আন্দোলনের নামে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কার্যকলাপের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মঙ্গলবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
জেলা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা, উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ নানা শ্রেণি পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধন ও সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার সায়খুল ইসলাম, এ টি এম সারোয়ার হোসেন, আলাউদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, মুক্তিযোদ্ধার সন্তান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর উজ্জল, জেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, সদর উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি ফারুক হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন বক্তব্য দেন।
বক্তারা কোটাবিরোধী আন্দোলনের নামে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে স্বঘোষিত রাজাকারদের এ দেশে থাকার অধিকার নেই।
এ সময় তুমি কে, আমি কে, বাঙালি, বাঙালি, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবারসহ নানা শ্লোগান দেন তারা।
-এসআই/এমএ