কোটা সংস্কারের দাবিতে কাপ্তাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
Published : Tuesday, 16 July, 2024 at 12:11 PM Count : 121
কোটা সংস্কারের দাবিতে রাঙামাটির কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে সকল শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ সমাবেশ করে।
এর আগে সোমবার রাত সাড়ে ১০টায়ও শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে করেছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়ন রয়েছে।
প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ৬ সেমিষ্টারের শিক্ষার্থী মো. মুজাহিদ ও মেকানিক্যাল ডিপার্টমেন্টের ৬ সেমিষ্টারের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম তামিমের এর নেতৃত্ব দেয়।
শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও বিক্ষোভ মিছিল চলবে।
-কেএইচ/এমএ