রামগতিতে কৃষি মেলার উদ্বোধন
Published : Sunday, 14 July, 2024 at 12:33 PM Count : 260
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরের রামগতিতে উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা। রোববার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা আ’লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ মুরাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ তারেক।
অনুষ্ঠানে আগত অতিথিরা মেলার ষ্টল পরিদর্শন শেষে কৃষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করেন।
মেলায় নানা প্রজাতির গাছের চারা নিয়ে নার্সারী মালিকরা ষ্টল সাজিয়েছেন ১৩টি ও কৃষি দপ্তরের তিনটি ষ্টলসহ মোট ১৬টি ষ্টল নিয়ে চলছে জমজমাট কৃষি মেলা। আগত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
এরপর ক্ষুদ্র ও প্রান্তিক প্রত্যেক কৃষকদের মাঝে পাঁচ কেজি করে উফশী বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এ উপজেলায় মোট চার হাজার ৯০০ কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক, নার্সারীর মালিক, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
-এমএ