For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

অবাধে গাছ কাটা বন্ধ-জলাবদ্ধতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন

Published : Saturday, 13 July, 2024 at 3:07 PM Count : 227

বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণার পাশাপাশি অবাধে গাছ কাটা বন্ধ, পঞ্চগড় পৌরসভার জলাবদ্ধতা নিরসন, পঞ্চগড় শহরকে পরিবেশবান্ধব শহরে পরিণত করার জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং আবাসনের নিমিত্তে নিয়ম মাফিক বিল্ডিং ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের কার্যক্রমে দায়িত্বে নিযুক্ত সকলকে সততা নিষ্ঠার সাথে কাজ করে পঞ্চগড়কে পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার প্রভাব থাকে রক্ষা করার দাবি জানানো হয়েছে। 

শনিবার দুপুুরে পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা আঞ্চলিক শাখার ত্রৈমাসিক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাপার সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের এ দাবি জানান।

তিনি বলেন, বাপা একটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন। পরিবেশের ক্ষতি করে বা পরিবেশ বিধ্বংসী কোনো প্রকার কার্যকলাপ পরিলক্ষিত হলে বাপা প্রতিবাদ করে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগপত্র স্মারকলিপি প্রদান ছাড়াও মানববন্ধন করে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হয় এবং বর্তমান ও আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সবুজ পৃথিবী গড়তে বাপা সর্বদা জনসচেতনতামূলক প্রচার প্রচারণা করে থাকে। দূষণমুক্ত সবুজ পঞ্চগড় গড়তে সর্বদা সচেষ্ট ও পরিবেশের ক্ষতি অথবা ব্যত্যয় দেখলে সকলকে সাথে নিয়ে প্রতিবাদ করে। 

তিনি অভিযোগ করে বলেন, গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, পঞ্চগড় বন বিভাগ পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় ছয় হাজারের অধিক গাছ কাটার প্রস্তুতি নিয়েছে যা কোনো ক্রমেই হতে দেয়া যায় না। বন বিভাগ সংশ্লিষ্ট দপ্তরসহ প্রশাসন ও সরকারকে জানাতে চাই, আমরা বন বিভাগের গাছ কাটার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই, গাছ কেটে ফেলার সিদ্ধান্ত থেকে সরে আসুন অন্যথায় গাছ কেটে ফেলার বন বিভাগের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর আন্দোলন ও কর্মসূচি পালন করতে বাধ্য হবো।
আনোয়ারুল ইসলাম বলেন, বর্ষার শুরুতেই সারাদেশের ন্যায় পঞ্চগড়েও বৃক্ষরোপণের মহাযজ্ঞে সামিল হতে উপযুক্ত স্থানে ও বাপা পঞ্চগড়ের সদস্যদের বাসা-বাড়িতে এক হাজার ফলদ, ঔষধি গাছ লাগানোর পরিকল্পনা করেছে।

এ সময় বাপা পঞ্চগড় জেলার আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সহ-সভাপতি কাজী মকছেদুর রহমান ও সরকার হায়দার উপস্থিত ছিলেন।

এর আগে বাপার সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজী মহছেদুর রহমান, শহীদুল ইসলাম শহীদ, সরকার হায়দার, মানিক খান, কামরুজ্জামান টুটুল, বাঁধন প্রধান, ইভান, সিগ্ধা খন্দকার নিহা বক্তব্য দেন। 

বক্তারা পরিবেশে ক্ষতিকর জন্য প্রতিদিন রাতের আঁধারে হোটেল রেস্তোরাঁর বর্জ্য নদীতে ফেলা হচ্ছে, পাথর ভাঙ্গা মেশিন চলছে উম্মুক্ত পরিবেশে, শব্দ দূষণ, পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপ্টাস চারার উৎপাদন বন্ধ করার দাবিসহ নানা বিষয় তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা এসব ইস্যু নিয়ে সচেতনতার পাশাপাশি আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 

সভাটি সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল।

-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,