For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ঈদ বিনোদনে মেতেছে রাজশাহী মহানগরবাসী

Published : Thursday, 20 June, 2024 at 7:35 PM Count : 84



ঘাম ঝরা দিনে বরেন্দ্রের মেঠোপথেই স্বস্তি, নেই কড়া রোদ। ছায়াভাব থাকায় তেমন একটা প্রয়োজন পড়ছে না ছাতার। তবুও গাছ দেখলেই একটু জিরিয়ে নেয়ার প্রচেষ্টা। কারণ, এবারের ঈদুল আজহার বিনোদনের সঙ্গী হয়েছে ভ্যাপসা গরম। তাই বিনোদনে সঙ্গে ঘাম ছিলো সবসময়ই।

আর একারণেই ঈদ বিনোদনে মাতোয়ারা মহানগরীতে সবচেয়ে বেশি ভিড় ছিলো পদ্মাপাড়ে। এছাড়াও গত কয়েকবছর ধরে স্বস্তি ও ব্যতিক্রমি বিনোদনের অনুষঙ্গ হয়ে উঠেছে বরেন্দ্র অঞ্চলের মেঠোপথ।
গত কয়েকবছর ধরে রাজশাহীর ঈদ বিনোদনের সঙ্গে বরেন্দ্র অঞ্চলের আঁকা-বাঁকা মেঠো পথ, নব-নির্মিত অজপাড়াগায়ের ব্রিজেও জমছে ভ্রমণ পিপাসুদের আড্ডা। বাইক, অটোরিকশাসহ প্রাইভেট কারের বহর নিয়েও অনেকেই এসব জায়গায় ঈদ আড্ডামুখর বিনোদন জমাচ্ছেন। যদিও এ সড়কের বিনোদনে অপ্রাপ্ত বয়স্ক বাইকারদের দুর্ঘটনা বেদনার কারণ। তবে এবার এমন কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

কয়েকজন বন্ধু মিলে গোদাগাড়ী উপজেলার মেঠোপথের বিনোদনে মেতেছিলেন পবার বাসিন্দা ইয়ামিন আলী। তিনি বলেন, আগে ঈদের সময় পার্কে যেতাম। হলে ছবি দেখতে যেতাম। এখন আর এগুলো ভালোলাগে না। আর শহরের সব বিনোদন কেন্দ্রগুলোতেই মাঝেমধ্যে যায়। তাই ঈদের সময় বরেন্দ্রের মেঠোপথই ভালো লাগে। বন্ধুরা সবাই মিলে অনেক আনন্দ করা যায়। আঁকা-বাঁকা ফাঁকা সড়কের মাঝে বসে সেসুরা কণ্ঠে গানও তোলা যায়। টং চায়ের দোকানেও খনিকের আড্ডা বেশ জমে ওঠে। আর দুর্ঘটনার ঝুঁকি সব সড়কেই থাকে। যারা ঈদের দিন থেকে নতুন বাইক চালায়, তারাই মূলত ঝুঁকিটা তৈরি করে।

আরেকজন নাফিস আলী বলেন, আমার গ্রামে বেড়ে ওঠা। কিন্তু কর্মসূত্রে চট্রোগ্রামে থাকা হয়। এ কারণে শহুরে ইট-পথরের বিনোদন তেমন একটা টানে না। তাই ঈদের ছুটিতে এসে বন্ধুদের সঙ্গে বরেন্দ্রের বিভিন্ন রাস্তায় ঘুরাঘুরি, আড্ডা, পানের রঙে রাঙা ঠোঁটের মুখে বরেন্দ্রের রাঙামাটির সৌন্দর্য বুনি!

মহানগরীর বিনোদন
ভ্যাপসা গরমের বিনোদনে পদ্মাপাড়ের বাতাস ছিলো বড় স্বস্তি। দীর্ঘ সময় সংস্কার কাজের জন্য বন্ধ থাকার পর চালু হওয়া শহিদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার ভেতর-বাইরে সবখানেই ছিলো উৎসবের আমেজ। দীর্ঘ সারিতে টিকিট কাটতে দেখা গেছে দর্শনার্থীদের। সব বয়সী মানুষ নব রুপের চিড়িয়াখানার সৌন্দর্য উপভোগ করতে ঈদের দিন দুপুর থেকেই ভিড় জমায়। যে ভিড় বিকেলের দিকে আরও কয়েকগুণ বৃদ্ধি পায়।

ঈদ বিনোদনে এবারও আকর্ষণের ঘাটতি ছিলো না মহানগরীর নবনির্মিত সড়ক ও ফ্লাইওভারগুলোতে। বিশেষ করে সংস্কার করা লেক ও ফ্লাইওভারে দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিলো। যেখানে অস্থায়ী দোকান স্থাপন করে বিকিনিকি করেছেন ফাস্ট ফুড ও রকমারি পণ্যের উদ্যোক্তারা।

কখনও ভ্যাপসা গরম, কখনো থেমে থেমে আসা বাতাসের খেলায় ইনডোর-আউটডোর সব বিনোদনেই উচ্ছ্বসিত ছিলো মানুষ। নগরীর শহিদ জিয়া শিশুপার্ক, বড়কুঠি পদ্মার পাড়, তার অদূরেই থাকা সীমান্ত অবকাশ, সীমান্তে নোঙর এবং ভদ্র্রা শিশুপার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় ছিলো প্রচুর।

এদিকে, ঈদ উৎসবের শত ঝুট-ঝামেলা পেরিয়ে আসা মানুষগুলো মহানগরীর পদ্মাপাড়ে ঢোকার পরই যেন ভুলে যান সব ধরনের তিক্ততা। বাইরে সমস্যা যাই থাক ভেতরে ঢোকার পর সবার চোখেমুখেই দেখা যায় খুশির ঝিলিক। দুই বছরের মেয়েকে নিয়ে পদ্মপাড়ে হাঁটছিলেন মনির-বৃষ্টি দম্পত্তি। তারা বলেন, ছুটির কারণে শহরে সেই চিরচেনা যানজট নেই। আর ছুটিও শেষ হচ্ছে। এছাড়া অন্যান্য দিনের তুলনায় আবহাওয়া ভালো। তবে ভ্যাপসা গরম প্রচুর। ঈদ আনন্দ উপভোগ করতে স্ত্রী-সন্তানকে নিয়ে শিশুপার্ক, চিড়িয়াখানতেও বেড়াতে গেছিলাম। সেখানে এতোটা স্বস্তি নেই, যতটা আছে পদ্মাপাড়ে।

এদিকে, এবার নগর বিনোদনের বাইরে গোদাগাড়ি উপজেলায় অবস্থিত সাফিনা পার্কে বিনোদন পিপাসুদের ভিড় ছিলো বেশি। বরেন্দ্রের লাল মাটির মেঠোপথ ঘুরে সাফিনা পার্কের নব রূপের সঙ্গে ঈদ বিনোদন উদযাপনে পরিবার-পরিজন নিয়ে অনেকেই পাড়ি জমিয়েছিলেন। দেশের বিভিন্ন জেলা থেকে এখানে ভ্রমনপিপাসুরা আসেন ঘুরতে। পার্শবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্ধুদের নিয়ে সাফিনা পার্কে ঘুরতে এসেছিলেন রজব আলী। তিনি বলেন, এবার ঈদুল ফিতরের আগে থেকেই সাফিনা পার্কের কথা বন্ধুদের মুখে মুখে ছিলো। আগে যখন এসেছিলাম, তখন এতটা ভালো ছিলো না। এখন মোটামুটি ভালো জায়গা ঘোরার জন্য।

এফএ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,