For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ঈদ কাঁপাচ্ছে তুফান, হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা

Published : Tuesday, 11 June, 2024 at 5:20 PM Count : 310

আসন্ন ঈদুল আজহার জন্য প্রস্তুত করা হয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের তুফানকে। কোরবানির জন্য বিশাল দেহের এই ষাঁড় প্রস্তুত করা হয়। শ্রীমঙ্গল এগ্রো খামারের সাদা ও ধূসর রঙের সুঠাম স্বাস্থ্যের এ ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় সাড়ে ১১ ফুট ও উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। ওজন ২৪ মণ অর্থাৎ প্রায় ৯০০ কেজি। ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা।

এদিকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ঈদের গরু কিনতে ক্রেতারা আসছেন, বিভিন্ন সাইজের গরু দরদাম করছেন। তবে সবার নজর ২৪ মণ ওজনের তুফানের দিকে। কিন্তু তুফানের দাম ১৫ লাখ টাকা হওয়াতে অনেকে দরদাম করে চলে যাচ্ছেন। তাছাড়া এই পর্যন্ত সাড়ে ৮ লাখ টাকা দাম উঠেছে তুফানের। বিক্রেতাদের পক্ষ থেকে ১৫ লাখ টাকা দাম বলা হলেও দরদামে কিছুটা কমে বিক্রি করে দেবেন বলে জানান এগ্রো কর্তৃপক্ষ।

শ্রীমঙ্গল এগ্রো খামারের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আরিফ হোসেন ডেইলি অবজারভারকে বলেন, ‘২০২৪ সালের সবচেয়ে আইকনিক গরু ২৪ মণ ওজনের তুফান। এই গরু ‘শ্রীমঙ্গল এগ্রো’ এর সবচেয়ে বড়। তুফান এর দাম ধরা হয়েছে ১৫ লাখ টাকা। এখন পর্যন্ত সাড়ে ৮লাখ টাকা দাম উঠেছে। আরো কিছু বেশী দাম পেলে আমরা বিক্রি করে দেব। সম্পূর্ণ দেশি খাবার-কাচা ঘাস, খৈল, গমের ভুসি, ধানের গুড়া, মসুর ডালের ভুসি খাওনো হয়েছে তুফানকে।’

আরিফ হোসেন আরো বলেন, ‘৪ মণ ওজনে থাকাকালীন সময়ে গরুটিকে খামারে নিয়ে আসা হয়। পরে লালনপালন করে গত তিনবছরে ২৪ মণ ওজনের করা হয় তুফানকে। বর্তমানে তুফানের ওজন ২৪ মণ, এটির উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, এবং লম্বায় সাড়ে ১১ ফুট। যদি কোন বড় ক্রেতা পাই, এবং এই তুফানকে পছন্দ করেন তাহলে ইচ্ছে আছে বিক্রি করে দেওয়ার।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক ডেইলি অবজারভারকে বলেন, ‘শ্রীমঙ্গলের সবচেয়ে বড় ষাঁড় এটি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই গরু লালনপালন করা হয়েছে। আমাদের নিবিড় তত্ত্বাবধানে ছিল এটি। আমি আশা করছি আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাজারে এই ষাঁড়টি ভালো দামে বিক্রি হবে।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান ডেইলি অবজারভারকে জানান, ‘চাহিদামতো জেলায় ৮৪ হাজার ৮১২টি গবাদিপশু লালনপালন করে প্রস্তত করা হয়েছে। এ বছর বাইরের দেশ থেকে কোনো পশু না ঢুকলে খামারিরা ভালো দামে গবাদিপশু বিক্রি করতে পারবেন।’

আরএ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,