শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত জেল হাজতে
Published : Monday, 10 June, 2024 at 4:10 PM Count : 173
নোয়াখালীর সোনাইমুড়ীতে এক শিশুকে (৭) ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত নুর নবী (৪০) কে জেল হাজতে পাঠানো হয়েছে।
সোমবার সকালে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে রোববার সন্ধ্যায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নের হিরাপুর বঙ্গবন্ধু ভিলেজে অভিযান চালিয়ে নুর নবীকে গ্রেপ্তার করেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, বঙ্গবন্ধু ভিলেজে তারা ১৫৫ নম্বর ঘরে বসবাস করে আসছেন। তাদের প্রতিবেশী নুর নবী বঙ্গবন্ধু ভিলেজের ৯৬ নম্বর ঘরে চা দোকান দিয়ে ব্যবসা করে আসছে। রোববার বিকেলে শিশুটি চিপস কেনার জন্য নুর নবীর দোকানে গেলে সে কৌশলে শিশুটিকে দোকানে ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করলে ভিলেজের অন্য বাসিন্দারা ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে এবং নুর নবীর দোকান ঘর ঘেরাও করে রেখে জরুরী সেবা ৯৯৯ পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নুর নবীকে আটক ও শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
রাতে ভুক্তভোগীর বাবা বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি নিয়মিত মামলা রুজু করে আটক নুর নবীকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট কোর্টে পাঠায়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন।
-এনএইচ/এমএ