সোনাগাজীতে র্যাবের অভিযানে ৮ চাঁদাবাজ গ্রেপ্তার
Published : Sunday, 9 June, 2024 at 7:34 PM Count : 95
ফেনীতে র্যাবের অভিযানে সোনাগাজী উপজেলায় পরিবহণ সেক্টরে অবৈধভাবে চাঁদা আদায়কালে আট চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ জুন) পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জেলার সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জসিম উদ্দিন (৩০), মো. এমরান হোসেন (৩৬), একেএম মাইনুল হক চৌধুরী মাঈনুদ্দীন (৩৭), এ কে এম মোফাজ্জল হক চৌধুরী (৪৮), মো. শহিদুল ইসলাম (৩৪), নুর করিম (২৭), সিরাজুল ইসলাম (৪২), রবিউল হক (২৯)।
গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে বিভিন্ন গাড়ি থেকে আদায়কৃত নগদ ৪৯ হাজার ৮০৫ টাকা এবং বিভিন্ন নামে-বেনামে কাটা ভুয়া রশিদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বিভিন্ন ট্রাক, মিনি ট্রাক ও সিএনজি থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সোনাগাজী উপজেলার ডাক বাংলো, কলেজ রোড এবং জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত আলামতসহ এ সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গ্রেপ্তারকৃত আসামিদের সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএটিবি/এসআর